bangla-o-biswabanglabiswa.org/magazine/magazine2014.pdf · িা, িা গগা! ” োত ল...

36

Upload: others

Post on 09-May-2020

5 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

  • Bangla-O-BiswaBest Wishes to you and your family

    From

    Printing andGraphic Services

    &

    Indian WeddingInvitations

    Call NeelamTel: 978.667.6950

    Cell: 978-888-7496

    Printing and Graphic Services505 Middlesex Turnpike, #7

    Billerica, MA 01821

    [email protected]@printingandgraphicservices.com

    www.printingandgraphicservices.com

  • নীলকন্ঠপরুেে দেুগাপরু া

    গগৌেী গ াষ

    ঈশান মিয়াে িমিে বরলই ানত সবাই। গকউ ারন না করব এ িমিরে শুরু হরয়মিল িা দগুগাে পরু া। আে গকনই বা নীলকন্ঠপরুেে পরু াে নাি ঈশান মিয়াে পরু া।

    োতুল তখন গবশ গিাট – একবাে ঠাম্মা গক ম রেস করেমিল “বড়িা- গকন এই প ুরক ঈশান মিয়াে পরু া বরল সব্বাই?” ঠাম্মা বরলমিল “তারতা ামনরন দাদ,ু তরব আিাে থাকুিাও অই নারিই ানত।“

    গ লা িেুমশদাবাদ, গ্রাি নীলকন্ঠপেু । তাহরল ইশান মিয়া গকাথায়? োতুরলে িাথা গথরক এই কথাটা গকন গে ায় না গক ারন ? গ্রারিে বামক একশ রনে িাথায় মকন্তু এই মনরয় গকারনা মিন্তাই গনই। গসই পাাঁি বিে বয়স গথরক আ তাে পরনরো বিে গপরুরলা।মকন্তু িাথাটারক এখরনা বারগ আনরত পােরলা না োতুল। অথি ওো ?

    হথাত-ই আ সকারল োতুরলে িরন হল পারশে গ্রারিে মশবতলাে সাধ ুগক মগরয় ম রেস কেরব ঈশান মিয়াে কথা। এিমনরত সাধতুারক োতুরলে িরতও ভাল লারগনা- ভুতুরড় িত একতা সাধ।ু েখন খমুশ গিৌনী হরয় থারক – েখন খমুশ কথা বরল- পমূণগিা অিাবসযা – মকিুে-ই গতায়াক্কা গনই গিারটও । আে সমতয কথা বলরল মক, েমদও এটা োতুল িরতও স্বীকাে কেরব না – ওই সাধেু কারি গ রত অে গকিন একটু ভয় ভয় লারগ। গদখা োক েমদ পমুণয তারক গতল গিেরল সারথ োয়!

    পমুণয গক? োাঃ গস ত বলাই হয় মন। পমুণয হল একটা পুাঁিরক পতুুল। োতুরলে গথরক ঝাো ৫ বিরেে গিাট। মকন্তু গেিন গুমি গতিমন মগমিবামি। সবমদরক ন ে- সাো গ্রারিে খবে পমুণযে কারি। মশবতলাে সাধেু কৃপায় নামক গিরয়ে ন্ম- তাই অে িা নাি গেরখমিল পমুণয।আে পমুণযেও সাধবুাবাে প্রমত খবু ভমি।

    োতুল সকাল গথরক তরক্ক তরক্ক মিল- দপুরুে গেই ঠাম্মাে গিাখদরুটা গলরগরি, একিুরট োতুল বাইরে- এমদক ওমদক রুে গশরষ গসরস, পমুণয পকুুে পারড় বরস এক বমুড়ে সারথ গল্প ুরড়রি। এই সব বমুড়ে সারথ গল্প করেই সবাে হাাঁমড়ে খবে গ াগাড় করে গিরয়টা! েতসব! গবকাে সিয় নষ্ট কো! তরব মকনা এখন গতা এসব কথা বলাে সিয় নয়। কা টা উদ্ধাে কেরত হরব!

    একটু দরূে মগরয় বসরতই, পমুণয িুরত এরস বলল- “োতুলদা, সাাঁতাে কাটরব? আ মকন্তু আমি গতািায় হাোরবাই।“ োতুল ভাবল এই সরুোগ। িরুখ বলল – “না গে পমুণয, শেীেটা না একদি ভাল গনই। গো -ই জ্বে আআরস।রক ারন মক হরয়রি। ভাবমি গতাে সারথ একবাে সাধবুাবাে কারি োই – মতমনই হয়রতা বলরত

    োতুল ারন পমুণযে িায়াে শেীে – সবাই তাই তারক এতও ভালও বারস। পমুণয ত এক কথায় োম । দ ুরন মিরল গদৌড় লাগাল িাদােীপরুেে মদরক।

    ।িাদােীপেু খবু বড় গ্রাি। নীলকণ্ঠপরুেে প্রায় মতন গুন।আরশপারশে গ্রারিে সবাই গসখারন োয় বা াে

    কেরত। সাধেু আখড়ায় গপৌাঁরিই, পমুণয ধপ করে একটা প্রণাি কেল। োতুল ও আে মক করে, গসও গকানেকরি প্রণাি গসরে বসরলা সাধেু সািরন।

  • পমুণয বলল “সাধদুাদ,ু োতুলদাে জ্বে হয়। বলনা মক কেরল গসরে োরব? তুরি মনশ্চয় ই সাোরত পােরব।” সাধ ুোতুলরক গিরননা মকন্তু পমুণয গক ভালবারস। হাত বামড়রয় োতুরলে নামড় গদরখ বলল “মকিু হরব না। নামড় এিন মকিু িঞ্চল নয়। গো সকাল মবরকল মিেতাে ল গখরলই সব মথক হএ োরব। এেপে পমুণয আে োতুল দ ুরন মিরল অরনক গল্প কেল। কথা বলরত বলরত োতুল-এে সাধবুাবারক গকিন ভাল লাগরত শুরু কেল। গস আদরুে গলায় বরল বসরলা, “সাধদুাদ,ু ঈশান মিয়া গক?” এতক্ষরণ োতুরলে প্রাণটা গেন শান্ত হল। গপরটে গভতে অরনকক্ষণ ধরে গপাকাটা নড়ািড়া কেমিরলা। এখন শামন্ত!

    সাধবুাবা অরনকক্ষণ িুপিাপ। অরনক দরূে গেন দমৃষ্টটা। অরনকক্ষণ বারদ বলল “আ আিাে কল্পতরু মদন। সকারল উরঠ ঠিক করেমথক্কাউরক গেোব না। মকন্তু তখন মক আে ানতাি, আ এই মবপরদ পড়রবা? তুমি এিন প্রশ্ন কেরল, বাবা, আমি না গেোরত পােরবা, না গতা বলরত পােরবা। এ আিারক গকিন মবপরদ গেরে িা, িা গগা!”

    োতুল িুপ করে থারক। আ তাে মদন মবেরল োরব না – গবাঝা গগরি। সাধদুাদ ুগতা আে মনর ে প্রমতো

    ভাঙরত পােরব না। ইশ্বে আ োতুরলে ওপে সহায়। অরনক ক্ষণ বারদ সাধদুাদ ুবরল উঠল – “বলরত পামে মকন্তু গেন পাাঁিকান না হয়। তা হরল নীলকণ্ঠপরুেে গলারকো আিারক আাঃে এখারন থাকরত গদরব না। পমুণয িা, তুই গতা আিারক কত ভালবামসস। গতাে বনু্ধ েমদ কাউরক বরল, আিাে বড় মবপদ হরব গে িা।“

    পমুণয বলল, “না গগা সাধদুাদ,ু োতুলদা কাউরক মকিু বলরব না। োতুলদা, আিাে মদমবয কাউরক মকন্তু বলরব না।“

    সাধ ু দাদ ুবরল িলরলা “গস অরনক মদরনে কথা। ঈশাণ মিঞাে আসল নাি মিরলা হমেদাস। হমেদারসেে বাবা মিরলা নীলকনঠপরুেে পরুোমহত। সব পরু াে ভাে মিরলা তাে উপে ।।অরনক ে ািান তাে।।েখন হমেদাারসে বয়স সাত তখন তাে বাবা িা করলোয় িাো োয়। হমেদারসে গদখা গশাানা কেবাে গকউ মিরলা না। গ্রারিে গিাকতাে গেুে মিঞাে মিরলা অরনক পয়সা ।বািিা কািিা মিরলা না। গেুে হমেদাসরক মনর ে গিরলে িত বড় কেরত লাগরলা ।নাি মদরলা ঈশাণ মিঞা ।।ঈশাণ মিঞা পড়াশুরনা করে গ্রারিে সকুরলে িাষটামে কেরত লাগরলা। িাঝ বয়রস হঠাৎ তারক এক গোরগ গপরয় বসরলা। গকিন গগািড়া িরুখ রুে গবড়ারত লাগরলা আে গ্রারিে গিাড়রলে কারি মগরয় েকুমত কেরতা ।বলরতা তারক নামক একটা িনমদে বানারতঽ হরব। গিাড়রলে কাি গথরক গকান প্রমতশ্রুমত না গপরয় গশরষ মনর ই ইসকুরলে গিরলরদে লামগরয় গেুে মিঞাে গিমিত পয়সা মদরয় িনমদে বামনরয় তুলরলা। ততমদরন মনর ে অ ানরতই ঈশান মিঞাে অরনক শত্র ততেী হরয় গগরি। গ্রারি িশম রদে সকরল মিঞাে এই পমেবেতন গিরন মনরত পােমিরলা না ।রশরষ এক দেুগাপরু াে অষটমিে োরত পকুুে পারড় ঈশান মিঞাে িতৃরদহ খ৺ুর প।ওয়া গগল “।

    এেপে গথরক প্রমত অিাবশযাে োরত ঈশাণ মিঞারক িনমদরেে আরশপারশ েুরত গদখা গেরত লাগরলা। তাে অতৄপত আতিা বরস িনমদরে পরু া কেরতাা আে গসই গথরক গ্রারিে গলারক বািিারদে সারথ ঈশাণ মিঞাে গলপ কো বনধ করে মদরলা । মকনত্ত িনমদরেে নাি ততমদরন ঈশাণ মিঞাে িনমদে নারি খযাত” এই বরল সাধ ুদাদ ুওরদে মদরক তামকরয় বলরলন “ এবারে বরুঝরিা গকন গতািারদে এ কথা গকউ বরল মন?িরন থারক গেন কাউরক মকনত্ত বলরব না ।আিাে িান েক্ষা করো ।“োতুল গভীে গিারখ আকারশে মদরক তামকরয় মিল । হঠাৎ গেন গদখরলা ঈশাণ গকারণে গি টা গকরট সমূেযিািা উ৺মক িােরি

  • 160 Grove St., Braintree, MA 02184 www.GroveManorEstates.com

         *    Spacious Apartments * Family Owned and Operated! * Experienced Staff * No Entrance or Community Fees !

    “Where Your Money Lasts Longer!”

    Independent Living * Assisted Living * Memory Care!

    Call 781-843-3700 today for information and a tour !

    Thank You Bangla-O-Biswa for promoting awareness of your cultural and spiritual heritage !

  • Blank PageBlank Page