অসঙ্গত কথা বলা

9
অসত কথা বলা QuranSunnahrAlo.com Fb.com/QSAlo.com Fb.com/ramadanKB Twitter.com/QuranSunnahAlo

Upload: quran-sunnahr-alo

Post on 25-Jun-2015

192 views

Category:

Education


9 download

DESCRIPTION

আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার, আমরা তাঁর প্রশংসা করি এবং আমরা তাঁর কাছে সাহায্য চাই এবং তাঁর কাছে ক্ষমা চাই এবং তাঁরই কাছে তওবা করি। তাঁরই কাছে আমাদের নফসের অমঙ্গল এবং মন্দ আমল হতে আশ্রয় চাচ্ছি।আল্লাহ তাআলা যাকে হিদায়েত দান করেন কেউ তাকে পথ ভ্রষ্ট করতে পারে না আর যাকে গোমরাহ করেন তাকে কেউ হিদায়াত দিতে পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই। তিনি একক। তাঁর কোন শরীক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বান্দা ও রাসূল। আল্লাহ সুবহানাহু তা’আলা তাঁর শেষ এবং চুড়ান্ত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তাঁর পরিবার এবং তাঁর অনুসারীদের প্রতি শান্তি ও রহমত বষর্ণ করুন। আমিন! মহান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বলেছেনঃ “যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎ কর্ম করে এবং বলে, আমি একজন আজ্ঞাবহ, তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার?” (আল কুরআন ৪১:৩৩) ‘কুর’আন সুন্নাহ’র আলো’ ইসলামের প্রচার ও প্রসারের লক্ষ্যে নিয়মিত প্রবন্ধ, বই এবং অডিও-ভিডিও লেকচার প্রকাশ করে যাবে ইনশা আল্লাহ। ‘কুর’আন সুন্নাহ’র আলো’ কোন বিশেষ মতাবলম্বী, দল বা সংগঠনের সাথে সংশ্লিষ্ট নয়। বরং এর কার্যক্রম সম্পূর্ণভাবে সৃষ্টিকর্তা আল্লাহর সন্তুষ্টি। চরমপন্থা অবলম্বন বা চরম উদাসীনতা প্রদর্শন-এর কোন একদিকে প্রণোদিত না হয়ে আমরা মধ্যমপন্থা অবলম্বনে বিশ্বাসী। এই উম্মাহর প্রথম প্রজন্মের পথের উপর আমরা দৃঢ়প্রতিষ্ঠ থাকতে চাই। আমাদের প্রকাশনা শেয়ার করুন: মানবতার মুক্তির লক্ষ্যে ইসলামের আলো ছড়িয়ে দিন।

TRANSCRIPT

  • 1. QuranSunnahrAlo.com Fb.com/QSAlo.com Fb.com/ramadanKB Twitter.com/QuranSunnahAlo

2. ? ( ) : . , , - (, : )